বিশ্বনাথ পীরের বাজারে বরুণী স্পোর্টিং ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : বিশ্বনাথের বরুণী স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম সদ্য সমাপ্ত দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পীরের বাজারস্থ হাজী কদর আলী মার্কেট মিলনায়তনে বরুণী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি আজিজুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজহারুল ইসলাম রিপন’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান আহমেদ। বিশষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আনহার বিন সাঈদ।
এ সময় বরুণী স্পোটিং ক্লাবের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, রুহেল মিয়া, শাহান শাহ, টিম ম্যানেজার ফারুক মিয়া, ক্রিকেট ক্লাবের অধিনায়ক সালমান আহমদ, শেখ সেবুল, কবির আহমেদ, জুবায়ের আহমেদ, দেলোয়ার হোসাইন, বদরুল ইসলাম, রাহুল আহমেদ, জুয়েল মিয়া, রুমেন আহমেদ, শাকিল আহমেদ, খান নাহিদ, সুয়েব আহমদ, নোমান আহমেদ, মাহমুদুল হক, রায়হান আহমেদ, এহিয়া আহমেদ, আশরাফ আহমেদ প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।