গাড়ি বোমা হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত
আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি বোমা হামলা ও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইরানের শীর্ষ পারমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে- শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানের কাছে তার ওপর হামলা চালানো হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এই হামলাকে রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। দামাভান্দ প্রদেশের আবজার্দ শহরে তার গাড়িকে লক্ষ্য করে বোমা ছোহামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।
ইরানের সংবাদ সংস্থাগুলো বলছে- তাকে গুলি করার আগে তার গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ে হামলাকারীরা। পশ্চিমা গোয়েন্দা সংস্থার কাছে ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচিগুলোর মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন ফাখরিজাদেহ। এছাড়া কূটনীতিকরা তাকে ইরানি বোমার জনক বলেই জানে।