নগরীতে র্যাবের হাতে মদ ব্যবসায়ী দুই ভাই আটক
সময় সিলেট ডেস্ক :
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকা থেকে ১২৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে র্যাব।
বুধবার (১৩ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের নেতৃত্বে চৌকিদেখী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে- শহরতলীর লাক্কাতুরা চা বাগানের মনিরাজ চন্দ্র দেব’র ছেলে নির্মল দাশ (৪৮) ও বাবনা দেব (৩৫)।
র্যাব জানায়- পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।