তেঁতুলেই সুখ দীপিকার, ফ্রেঞ্চ ফ্রাইতে আলিয়া
বিনোদন ডেস্ক :
এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের দুজন হলেন দীপিকা পাড়ুকোন আর আলিয়া ভাট। ইনস্টাগ্রামে দুজনের ফলোয়ার পাঁচ কোটির বেশি। এ ছাড়া আরো একটি মিল আছে এই দুই তারকার মাঝে। দীপিকা ও আলিয়া দুজনই প্রেম করেছেন রণবীর কাপুরের সঙ্গে।
দীপিকা রণবীরের সাবেক আর আলিয়া বর্তমান প্রেমিকা। কিন্তু তারা দুজনই একে অপরের ‘বেস্ট ফ্রেন্ড’। এবার জেনে নেওয়া যাক এই দুজনের প্রিয় খাবার কী?
দীপিকার প্রথম পছন্দ শুকনো লঙ্কা দিয়ে মাখানো কাঁচা আম। একবার এ রকম এক ছবিও পোস্ট করেছিলেন ইন্সট্রাগ্রামে। সে ছবিতে লাভ রিঅ্যাক্ট পড়েছিল ২০ লাখের মতো। দীপিকার তেঁতুলপ্রীতিও নেটদুনিয়ার আলোচনার বিষয়। পাকা তেঁতুল, কাঁচা আম বা টক-ঝাল আচার পেলেই মনের সুখে খেতে শুরু করে দেন এই নায়িকা।
অন্যদিকে সপ্তাহে এক দিন ‘চিট ডে’ পালন করেন আলিয়া ভাট। সেদিন পেট ভরে খান ফ্রেঞ্চ ফ্রাই। আলিয়া যখন ফ্রেঞ্চ ফ্রাই খান, সেটিই নাকি তার দিনের সবচেয়ে ভালো সময়।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। মুখের কাছে একটা ফ্রেঞ্চ ফ্রাই ধরেছেন। আর মুখটা ‘পাউট’ করে রেখেছেন। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন- পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, যা ফ্রেঞ্চ ফ্রাই ঠিক করতে পারে না। অর্থাৎ, আলিয়ার কাছে সব সমস্যার সমাধান ফ্রেঞ্চ ফ্রাই।