নবীগঞ্জে নৌকার পক্ষে প্রচারে বড়লেখার চার ইউপি চেয়ারম্যান
সংবাদ বিজ্ঞপ্তি :
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। তারা প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
সোমবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চান। সন্ধ্যায় বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদু্ৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
এসময় সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী, যুবলীগ নেতা রুপন দাস, ছাত্রলীগ নেতা মাছুম আজির উদ্দিন প্রমুখ।