নিখিলের সুস্থতা কামনায় সিলেট মহানগর যুবলীগের দোয়া
সংবাদ বিজ্ঞপ্তি :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল। তার দ্রুত সুস্থতা কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে শুক্রবার (১৫ জানুয়ারী) বাদ জুমা হযরত শাহজালাল রহ. এর মাজার শরিফে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রুহের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মিনাল কান্তি, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাাঁন মুক্তি, সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, সদস্য নুর মিয়া, আশিকুল ইসলাম, এড.রাজেন চৌধুরী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগ ২৭ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক-সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।