‘ভলেন্টারি ব্লাড ডােনেশন অর্গানাইজেশন’র শীতের উপহার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট নগরীর চৌকিদেখীস্থ দারুল হিকমাহ নূরানী শিশু ও বয়স্ক মক্তবের ১০৯ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতের উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ভলেন্টারী ব্লাড ডোনেশন অর্গানাইজেশ’।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টায় দারুল হিকমাহ নূরানী শিশু ও বয়স্ক মক্তবের উপদেষ্টা সাবেক কমিশনার আবু নসর বকুল এর সভাপতিত্বে এবং দারুল হিকমাহ নূরানী শিশু ও বয়স্ক মক্তবের সভাপতি আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় শীতের উপহার বিতরণ করা হয়।
শীতের উপহার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমাজ সেবক ও ভলেন্টারি ব্লাড ডোনেশন অর্গানাইজেশন উপদেষ্টা সৈয়দ আতিকুর রহমান চৌধুরী জুয়েল, পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ সানি, শ্রমিক নেতা ওমর আহমদ ফয়ছল, তরুণ ব্যবসায়ী মাসুম আহমদ, আহমদ সাজু, টেন এজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য তপু আহমদ, স্বপ্ন বার্তা সংগঠনের উপদেষ্টা জিলানি আহমদ রনি, সিলেট ব্লাড ডোনেট টিমের সভাপতি সুরাইয়া নসর বুশরা, স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি রাব্বী আহমেদ তানভীর, ভলেন্টারি ব্লাড ডোনেশন অর্গানাইজেশন সভাপতি মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন- ভলেন্টারী ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের সহ-সভাপতি সৈয়দ রুহান আহমদ সাগর, সাধারণ সম্পাদক-মাইনুল হাসান শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম আহমদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক রায়হান রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আলমাস আহমেদ, অর্থ সম্পাদক কাজী রাসেল, সহ-সম্পাদক নবিন আহমদ, রক্ত বিভাগের প্রধান সফিক আহমদ, সহ-রক্ত বিভাগের প্রতিনিধি বাবুল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মুন্না, দপ্তর সম্পাদক মারুফ আহমেদ, কোষাধক্ষ্য নাসিম খান, ধর্ম বিষয়ক সম্পাদক শিহাব খান, সদস্য ফারজানা আক্তার পলি ও আলামিন প্রমুখ।