সিলেটের ৭ পৌরসভায় ৩৬৭ প্রার্থীর অধির অপেক্ষা
স্টাফ রিপোর্টার :
ভোটগ্রহণ শেষ। এবার ফলাফল জানার পালা। কার বাক্সে কতো ভোট জমা পড়লো, সেটা জানতে সিলেট বিভাগের ৭টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর মিলিয়ে ৩৬৭ প্রার্থী এখন অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
আজ শনিবার (১৬ জানুয়ারি) সিলেট বিভাগের ৭টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ পৌরসভাগুলো হলো- সুনামগঞ্জ সদর পৌরসভা, ছাতক, জগন্নাথপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া, নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভা।
এসব পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র মিলিয়ে ২৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে ২৬৩ জন প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডে ৭৯ জন নারী প্রার্থী কাউন্সিলর পদে লড়ছেন। সবমিলিয়ে ৩৬৭ জন প্রার্থী ছিলেন নির্বাচনী ময়দানে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা অবধি এসব পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১ হাজার ৫২৫ জন নির্বাচনী কর্মকর্তা ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন। ৯১টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলেন ১ লাখ ৭৫ হাজার ২১৮ জন। তবে সব কেন্দ্রে কতো সংখ্যক ভোট পড়েছে, তা এ প্রতিবেদন লিখা অবধি জানা যায়নি।
এদিকে, এবার প্রথমবারের জগন্নাথপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। বাকি ৬টি পৌরসভায় ব্যালট পেপারেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।