সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু’র মাতৃবিয়োগ : এসএমএস মিডিয়া’র শোক
সময় সিলেট ডেস্ক :
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব’র বিশ্বনাথ প্রতিনিধি ও সিলেট ভিউ ২৪ ডটকম-এর নিজস্ব প্রতিবেদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র মাতা অরুণা রাণী বৈদ্য আর নেই। তিনি মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট শামসুদ্দিন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরলোগমন করেছেন। দীর্ঘদিন ধরে ডায়বেটিস রোগে ভোগছিলেন।
সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেট শামসুদ্দিন মেডিকেলে ভর্তি করা হয় এবং ওই হাসপাতালের আইসিআইতে ২৯দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার রাতে অরুণা রাণী বৈদ্য’র শেষকৃত অনুষ্ঠান সিলেট নগরীর চালিবন্দরস্থ মহা-শ্বশানঘাটে সম্পন্ন করা হয়েছে।
এদিকে, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু’র মায়ের মৃত্যুতে এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ দৈনিক সময় সিলেট-এর বার্তাকক্ষে প্রেরিত এক শোকবার্তার মাধ্যমে এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন, পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ বলেন- প্রতিশ্রুতিশীল সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু’র মাতা সদ্য প্রয়াত অরুণা রাণী বৈদ্য’র মৃত্যুতে আমরা শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সাথে তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।