বড়লেখায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
মৌলভীবাজারের বড়লেখায় ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন, মসজিদ-মাদরাসা ও প্রতিষ্ঠান সমূহের মধ্যে ৭৫০টি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন বড়লেখা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা আব্দুল বারী।
ফ্রেন্ডস ক্লাব বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন ও শিক্ষক বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন, প্রিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্কাউটস সম্পাদক রিয়াজুল ইসলাম, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক এম এ হাসান, ফ্রেন্ডস ক্লাব ইউকে’র তথ্য ও প্রকাশনা সম্পাদক সিরাজ উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক সালাহউদ্দিন এনাম, মডেল কেয়ারটেকার মো. আব্দুল লতিফ, শিক্ষক নেতা এসএম সফর উদ্দিন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম বাবুল, দুর্বার মুক্ত স্কাউটের ইউনিট লিডার তৌফিকুল ইসলাম আবির, সবুজ কুড়ি শিল্পি গোষ্ঠির সদস্য মিজানুর রহমান, আলী হাসান প্রমুখ।
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র অর্থায়নে এ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে বড়লেখা ইসলামিক ফাউন্ডেশন, ব্লাড ডোনেট ক্লাব ও দুর্বার মুক্ত স্কাউট।