কমলগঞ্জে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন আ.লীগের জুয়েল
কমলগঞ্জ সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আহমদ টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
এজেন্টদেরে থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৯টি কেন্দ্রের ফলাফলে জুয়েল আহমদ নৌকা প্রতীকে ৫ হাজার ৫৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (আওয়ামী লীগের বিদ্রোহী) আনোয়ার হোসেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩২৮ ভোট।