জৈন্তাপুরে অসহায় মানুষের পাশে এসএসসি-২০০২ ব্যাচ
সময় সিলেট ডেস্ক :
সিলেট জেলার এসএসসি ব্যাচ-২০০২ এর একদল বন্ধু সিলেটের জৈন্তাপুরে অসহায় গরীবদের পাশে দাঁড়িয়েছেন। কনকনে শীতে এসএসসি ব্যাচ ২০০২’র প্রবাসী বন্ধুদের সহযোগীতা নিয়ে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করছেন। জৈন্তাপুর উপজেলায় এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে ১ম দফায় কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ‘সিলেট জেলার এসএসসি ২০০২ ব্যাচ’র আয়োজনে জৈন্তাপুর ইরাদেবী মিলনায়তন মাঠে ১ম দফায় কম্বল হাতে পান একশত পঞ্চাশ জন অসহায় ও গরীব শীতার্ত।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। উপস্থিত ছিলেন জৈন্তাবার্তার সম্পাদক ও প্রকাশক শিক্ষানুরাগী ফারুক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, চ্যানেল টোয়েন্টিফোরের সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ, এসএসসি ২০০২ ব্যাচের সিলেট অঞ্চলের এডমিন নূর মোহাম্মদ খাঁন তাইফুর, ছাত্রনেতা বদরুল আজাদ রানা, যুবনেতা সবরুল ইসলাম নেপুর, যুবনেতা সাইদুর রহমান বাবলু, মনোয়ার মুহিব, আহসান আহমদ চৌধুরী জুয়েল, ব্যবসায়ী মিনহাজুল ইসলাম, আনোয়ার আহমদ প্রমুখ।
এসময় জৈন্তিয়া ১৭ পরগনার সভাপতি আবু জাফর আবুল মাওলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর মডেল থানার এস আই স্বপন, নিজপাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন আহমদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন আবির রহমান, তানবির আহমদ, মাহবুব মারুফ, সাব্বির আহমদ, ইয়াছিন আহমদ, তমাল আহমদ, রুবেল দাস প্রমুখ।