জৈন্তাপুরে ৪৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক
স্টাফ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে ৪৪৫ পিস ইয়াবাসহ সেলিম আহমদ (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)। রোববার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটার সময় উপজেলার মোকামবাড়ি আলুবাগানস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সেলিম জৈন্তাপুর থানাধীন মোকামবাড়ি আলুবাগানস্থ আব্দুল মোত্তালিব এর ছেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেলিমের হেফাজত থেকে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার (যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩৩ হাজার ৫ শত টাকা) করা হয়।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান- সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র পরিকল্পনা ও নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে ডিবি।