আগামিকাল চাউলধনী হাওর ও কৃষক বাচাও আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
ঐতিহ্যবাহী চাউলধনী হাওরের ইজারা বাতিল, সীমানা নির্ধারণ, বেড়িবাঁধ, প্রয়োজনীয় সুইচ গেইট নির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎসজীবি ও খামারীদের ক্ষতিপূরণ আদায়, টেকসই হাওর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও ব্যবহারে শৃঙ্খলা আনয়নে প্রকল্প গ্রহণ সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়েছে।
চাউলধনী হাওর ও কৃষক বাচাও আন্দোলন (দৌলতপুর-দশঘর) বিশ্বনাথের উদ্যোগে এবং চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকে -এর সার্বিক সহযোগিতায় আগামিকাল ২০ জানুয়ারি ২০২১ ইংরেজি, রোজ বুধবার, সকাল ১১ ঘটিকায় বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া ব্রীজ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং মানববন্ধন শেষে সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে।
উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে সংশ্লিষ্ট সকলকে এবং সচেতন বিশ্বনাথবাসীকে যথা সময়ে যথা স্থানে উপস্থিত হয়ে ১০ দফা দাবী আদায়ের এই কর্মমূচিকে সফল ও সার্থক করে তোলার জন্য চাউলধনী হাওর ও কৃষক বাচাও আন্দোলনের নেতৃবৃন্দ বিশেষ ভাবে আহবান করেছেন।