জগন্নাথপুরে নলজুর নদীর খনন কাজের উদ্বোধন
জগন্নাথপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই নদী সংলগ্ন পৌরএলাকার বাদাউড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান আক্তার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাসান গাজী, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সতিশ গোস্বামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫ কোটি টাকার অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক কমিউনিকেশন লিমিটেড ঢাকার তত্ত্বাবধানে উপজেলার নলজুর নদীর বাদাউড়া থেকে এরালিয়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে খনন কাজ হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন- নলজুর নদীর খনন কাজ শেষ হলে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া, মইয়া ও পিংলার হাওরের ফসল রক্ষা পাবে। পাশাপাশি জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে পূর্বাঞ্চলের মানুষ।
উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব অমিত দেব বলেন- ‘সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন নদ-নদী নাব্যতা হারাতে বসেছে। উপজেলা সদরের নলজুর নদীতে খনন কাজ শুরু হওয়াতে এলাকাবাসী অকাল বন্যা থেকে রক্ষা পাবে।’
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাসান গাজী জানান- নলজুর নদীর খনন কাজ শেষ হলে অকাল বন্যা থেকে জগন্নাথপুরের প্রধান তিনটি হাওরের ফসল রক্ষার সুবিধা পাবেন পৌরসভাসহ উপজেলার চিলাউড়া-হলদিপুর ও কলকলিয়া ইউনিয়নের লোকজন।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন- ‘নদী সংস্কারের ফলে নদীর ভারসাম্য ফিরে আসবে।’