সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগের নতুন কমিটি ঘোষনা
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার ১৯ জানুয়ারী কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথ এবং মহানগর তাঁতীলীগের কমিটিতে নোমান আহমদকে সভাপতি ও শেখ আবুল হাসনাত বুলবুলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
করোনাকালে বাংলাদেশ আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সম্মেলন না করার নির্দেশনা থাকায় এবং সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগের আহবায়ক কমিটি মেয়াদোর্ত্তীণ হওয়ায় সংগঠনকে গতিশীল ও আরো বেগবান করার লক্ষে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশা দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ তাঁতীলীগ সিলেট জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সংসদ। ওই কমিটির মেয়াদ ছিলো ৬ মাস।