সিলেটে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূতি পালন
স্টাফ রিপোর্টার :
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। একই সঙ্গে এশিয়ান রেডিও-৯০.৮ এফএমেরও জন্মদিন পালিত হয়েছে।
এশিয়ান টেলিভিশন সিলেট অফিসে। এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় জমকালো আয়োজনে কেক কাটা হয়েছে। এশিয়ান টিভি ও রেডিওকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন নানা অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিউশনার বি এম আশারাফ উল্লাহ তাহের, র্যাব-৯ এস আই আনিছুর রহমান, কর্পোরেট রফিক, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী ও রুহিন আহমদ, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়শন ও সময় টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন ডিগেন সিংহ, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়শন সাধারণ সম্পাদক ও এ টি এন টেলিভিশনের ক্যামেরা পার্সন ইকবাল মুন্সি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবাস দাস, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, সিলেট মহানগর যুবলীগ নেতা ও ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, মহানগর যুবলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বির, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিল, ছাত্রলীগ নেতা তালহা আহমদ, মাহফুজুর রহমান, আদিল আহমদ রাহাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- ৯ বছরে পা রাখার পেছনে সহযোগিতা-সমর্থনের জন্য এশিয়ান টিভি ও রেডিওর দর্শক-শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরদের ধন্যবাদ জানান।