যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ করোনা আক্রান্ত : দোয়া কামনা
সময় সিলেট ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বুধবার (২০ জানুয়ারি) যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে- শেখ পরশ সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তবে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বনানীর নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনা থেকে মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন যুক্তরাজ্য সাউথ লন্ডন যুবলীগ নেতৃবৃন্দ।
সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মুজাহিদ আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে নেতৃবৃন্দ যুবলীগ চেয়ারম্যানের দ্রুত শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ূর জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া কামনা করেছেন।