বাংলাদেশের জয় রাঙানো শুরু
স্পোর্টস রিপোর্টার :
করোনার ছোবলে প্রায় এক বছর ধরে লন্ডভন্ড শিডিউল। ঘরোয় ক্রিকেটে গুটি কয়েক ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলদেশ ছিলো বহু দূরে। এই সময়ে নিষেধাজ্ঞায় ছিলেন সাকিবও। তিনিও ফিরলেন নতুন করে। একই সাথে আরো ৩ নতুনের অভিষেক হলো গতকাল। ইংরেজী নতুন বছরও শুরু হলো মাত্র। এই অনেক নতুনের মাঝে বড় জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচ রাঙিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে হারিয়েছে তামিম-সাকিবরা। এই জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের দল। এই জয়ে যেন শুরু হলো ‘মিশন-২০২৩’ এর পথ রচনাও। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে অবশ্য জয় এনে দিয়েছেন পুরনোরাই। দেড় বছরের বেশি সময় পরে মাঠে নেমে নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান বল হাতে করেছেন দুর্দান্ত। ব্যাটে আবার রান পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। পেস আক্রমণে অভিষিক্ত হাসান মাহমুদ মন জয় করেছেন। আবার বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান পূরণ করেছেন প্রত্যাশা। তবে স্বল্প রান তাড়ায় ব্যাটিংটা হয়নি চাওয়া মতো।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩২.২ ওভারেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের সামনে দিতে পারে ১২৩ রানের লক্ষ্য। ওই লক্ষ্য ৩৩.৫ ওভারে ছুঁয়ে ফেলে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদুল্লাহ ৯ রানের হার না মানা ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে ওপেনার তামিম ৬৯ বলে ৭ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। সাকিবের ব্যাট থেকে আসে ৪৩ বলে ১৯ রান।
ক্যারিবীয়দের থেকে অল্প রানের লক্ষ্য পেলেও মিরপুরের উইকেটে রান তোলা সহজ ছিল না। তামিম-সাকিবরা সেটা ভালো মতোই টের পেয়েছেন। স্পিন সহায়ক ওই উইকেটে আরও বেশি কাবু হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের নিয়মিত ক্রিকেটাররা না আসায় অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেওয়ার কাজটা শুরু করেন মুস্তাফিজুর রহমান। শেষ করেন সাকিব আল হাসান-হাসান মাহমুদ।
শুরুতে দুই ক্যারিবীয় ওপেনারকে তুলে নেন পেসার মুস্তাফিজুর রহমান। এরপর বাঁ-হাতের ঘূর্ণি দেখান সাকিব। করেন ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। একে একে ফেরার ম্যাককার্টি, জেসন মোহাম্মদ এবং বোনারদের। তার ঘূর্ণি বুঝে উঠতে না পেরে কেউ বোল্ড হয়েছেন। কেউ স্টাম্পিং। মাত্র ৭.২ ওভার হাত ঘুরিয়ে ৮ রান খরচায় দেশসেরা ক্রিকেটার সাকিব তাই তুলে নেন ৪ উইকেট। এছাড়া অভিষিক্ত পেসার হাসান মাহমুদ দখল করেন তিনটি উইকেট। বাংলাদেশ আগামীকাল শুক্রবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১২২ (আমব্রিস ৭, যশুয়া ৯, ম্যাককার্থি ১২, জেসন ১৭, মেয়ার্স ৪০, বনার ০, পাওয়েল ২৮, রিফার ০, জোসেফ ৪, আকিল ১, হোল্ডার ০*; রুবেল ৬-০-৩৪-০, মুস্তাফিজ ৬-০-২০-২, হাসান ৬-১-২৮-৩, সাকিব ৭.২-২-৮-৪, মিরাজ ৭-১-২৯-১)।
বাংলাদেশ: ৩৩.৫ ওভারে ১২৫/৪ (লিটন ১৪, তামিম ৪৪, শান্ত ১, সাকিব ১৯, মুশফিক ১৯*;, মাহমুদউল্লাহ ৯*; জোসেফ ৮-৩-১৭-০, হোল্ডার ৩-০-২৬-০, আকিল ১০-১-২৬-৩, জেসন ৮-০-১৯-১, ম্যাককার্থি ২-০-১০-০, বনার ২.৫-০-১৫-০)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান