সিলেটে ফের লন্ডন ফ্লাইট : কোয়ারেন্টিনে ১৫৭ যাত্রী
স্টাফ রিপোর্টার :
করোনা মহামারীর মাঝে আবারো সিলেট এলো লন্ডনের ফ্লাইট। ১৮৫ জন যাত্রী নিয়ে আসা ফ্লাইটের ১৫৭ জনই সিলেটের। বাকি ২৮ জন ঢাকার যাত্রী। সিলেটের সবাইকে নির্ধারীত ৭টি হোটেলে ৪ দিনের বাধ্যতামুলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর ও পুলিশ সূত্র জানিয়েছে- বিমানবন্দরে সিলেটের ১৫৭ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের জন্য সরকারের নির্ধারিত বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে হোটেল ব্রিটানিয়ায় ১৬ জন, হোটেল অনুরাগে ৪৭ জন, হোটেল নুরজাহানে ২১ জন, হোটেল হলিগেটে ১৭ জন, হোটেল হলিসাইডে ৭ জন, হোটেল স্টার প্যাসিফিকে ৫ জন ও লা রোজে ২৪ জনকে রাখা হয়েছে। প্রত্যাগত সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪দিন নিজ খরচে থাকতে হবে।
সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে।
যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে গত ২৪ ডিসেম্বর ২০২ জন, ২৮ ডিসেম্বর ২০২ জন, ৩১ ডিসেম্বর ২৩৭ জন, ৪ জানুয়ারি ৩৮ জন, ৭ জানুয়ারি ৩৪ জন, ১১ জানুয়ারি ৬০ জন, ১৪ জানুয়ারি ৪২ জন ও ১৮ জানুয়ারি ৯৯ যাত্রী নিয়ে বিমানের আটটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে।