গোলাপগঞ্জে আ’লীগ প্রার্থী রুহেলের গণসংযোগ
সংবাদ বিজ্ঞপ্তি :
আগামী ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে গোলাপগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রুহেল আহমদ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ১নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি এই গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন- দুর্নীতি, স্বজনপ্রীতি মুক্ত, জনগণের জন্য সুষম ও টেকসই উন্নয়নের মাধ্যমে আধুনিক ও উন্নত পৌরসভা গঠনই আমার মূল লক্ষ্য। তিনি বলেন- বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এজন্য আমি শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে মেয়র পদে প্রার্থী হয়েছি। সকলের দোয়া ও সমর্থন পেলে আগামী নির্বাচনে আমার বিজয় কেউ ঠেকাতে পারবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- হেলাল আহমদ, আসাদ আলী, মইয়ব আলী, তেরাই আলী, গিয়াস আহমদ, তরুন, মামুন আহমদ, ফাহিম আহমদ, আলী হোসেন, আবজল আহমদ, শাহিন আহমদ, লুবান আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।