কান্দিগাঁও ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাদাঘাট বাজারে উগ্রবাদ, মাদক ও নারীর প্রতি সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে, আইডিয়ার বাস্তবায়নে ও জালালাবাদ থানার সার্বিক সহযোগিতায় এবং ৯নং ওয়ার্ড সিপিএফ এর সদস্যদের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন ও জালালাবাদ থানার পুলিশ অফিসারবৃন্দ। সমাবেশটিতে ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ প্রায় অর্ধশতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশের আলোচনায় বক্তারা উগ্রবাদ কি, এটি চিহ্নিত করার উপায়, বাংলাদেশের প্রচলিত আইনে এর সাজাসহ মাদক, জুয়া, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের দায়িত্ব কি এসব বিষয়ে কথা বলেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- আইডিয়া-পিস প্রকল্পের ট্রেনিং এন্ড প্রোগ্রাম অফিসার রোজিনা চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. হারুনর রশীদ।