গোলাপগঞ্জ পৌর নির্বাচন : মেয়র প্রার্থী জাকারিয়া পাপলুর গণসংযোগ
গোলাপগঞ্জ সংবাদদাতা :
৩০ জানুয়ারী পৌরসভাসভা নির্বাচনে গোলাপগঞ্জ পৌরসভায় মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন পৌর নাগরিকবৃন্দের মনোনীত মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু। বৃহস্পতিবার ৮নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় তিনি এই গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন- পর পর দুই নির্বাচনে আমাকে আপনারা মেয়র পদে নির্বাচিত করে এই গোলাপগঞ্জ পৌরসভার কাজ করার সুযোগ করে দিয়েছেন। তাই আমি আবারো আপনাদের সেবা করতে মেয়র পদে প্রার্থী হয়েছি। আমি মেয়র থাকাকালীন সময়ে এই পৌরসভাকে এ গ্রেডে নিয়ে এসেছি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আবারো গোলাপগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে দেশ ও বিশ্বের বুকে তুলে ধরবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- কামাল উদ্দিন, মুরাদুজ্জামান, মফিক আলী, আব্দুর রহমান, সাদেক আলী, ফজলুর রহমান, মাখন মিয়া, হাসনু মিয়া, মখদ্দছ মিয়া প্রমুখ।