প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের পাশে আছেন: সামাদ চৌধুরী এমপি
ফেন্সুগঞ্জ সংবাদদাতা :
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের দুঃখ দুর্দশা লাগবে আন্তরিক ভাবে কাজ করছেন।
অসহায় গরীব লোকরা যাতে শীত বস্ত্র পায় সেব্যাপারে প্রতিটি এলাকায় ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ফলে অসহায় লোক শীতবস্ত্র পেতে সক্ষম হয়।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৬টি ইউনিয়নের শীতার্ত লোকদের মধ্যে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র বরাদ্দকৃত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, রাজু আহমদ রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বাচ্চু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, শ্রমিক নেতা আব্দুল মতিন প্রমুখ।