চার দিনের সফরে সিলেট আসছেন মন্ত্রী ইমরান আহমদ
সময় সিলেট ডেস্ক :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি চার দিনের সরকারি সফরে সিলেট আসছেন। আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তিনি সিলেট নগরী ছাড়াও তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
মন্ত্রী ইমরান আহমদ শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টায় ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি নগরীর জিন্দাবাজারের একটি শপিংমলে দৈনিক জৈন্তা বার্তার নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন শনিবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে রয়েছে- বারহাল আলী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন, গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও নবনির্মিত হলরুমের উদ্বোধন, মুজিববর্ষ উপলক্ষে নির্বাচনী এলাকার তিন উপজেলায় গৃহহীনদের মধ্যে ঘর প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ, উপজেলা সদরে একই সাথে পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় এবং ড. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বাউরভাগ মাদ্রাসা, আলহাজ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এবং বগাইয়া হাওর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধন/ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, দশগাঁও নোয়াগাঁও স্কুল এন্ড কলেজ এর বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, সালুটিকর কলেজ এর নবনির্মিত ভবনের উদ্বোধন।
পরদিন রোববার মন্ত্রী ইমরান আহমদ বিভিন্ন সময়ে এম. আহমদ পাবলিক হাইস্কুল এর ভিত্তিপ্রস্তর স্থাপন, উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এছাড়া, মন্ত্রী মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস স্কুল ভবন ও সারিঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, একই সাথে উপজেলা সদরে হবে চারিঘাট উচ্চ বিদ্যালয়, জৈন্তা দারুসসুন্নাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা খরিল নিজামুল উলুম আলিম মাদ্রাসা ও খাজার মোকাম উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধনও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে মন্ত্রী জৈন্তাপুরের গোয়াবাড়ি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে সকল গৃহহীনদের মধ্যে ঘর প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তান্তরকৃত ঘর পরিদর্শন করবেন।
মন্ত্রী সোমবার কোম্পানীগঞ্জের ইমরান আহমদ কারিগরি কলেজের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, দক্ষিণ রনিখাই ইউপি-ইছাকলস ইউপি রাস্তা উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সিলেট বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন করবেন। পরে উপজেলা সদরে একসাথে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কাঠালবাড়ি চৌমুহনী বাজার ফাজিল মাদ্রাসা, পাড়ুয়া নোয়াগাঁও দাখিল মাদ্রাসা, পুর্নাছগ্রাম উচ্চ বিদ্যালয়, ছনবাড়ী উচ্চ বিদ্যালয় ও হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন তিনি। বিকেল ৩ টায় তিনি কোম্পানীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে সকল গৃহহীনদের মধ্যে ঘর প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তান্তরকৃত ঘর পরিদর্শন করবেন। পরে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।