ক্ষমতার পর এবার স্ত্রীকেও হারাচ্ছেন ট্রাম্প!
আন্তর্জাতিক সময় :
হোয়াইট হাউজ ছাড়ার পর বিমান থেকে স্ত্রীর হাত ধরেই ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফটোগ্রাফারদের ছবি তোলার জন্য পোজও দিচ্ছিলেন তিনি।
কিন্তু স্ত্রী মেলানিয়া একবারের জন্যও স্বামীর পাশে দাঁড়ালেন না। হেঁটে চলে গেলেন। মার্কিন প্রেসিডেন্ট পদে জো বাইডেনের শপথগ্রহণের পরদিনই সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই ট্রাম্প এবং মেলানিয়ার বিচ্ছেদের গুঞ্জন আরও তীব্র হয়েছে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে। প্রত্যেকেই ডিভোর্স প্রসঙ্গটি তুলে ধরেছেন। অনেকেই আবার মজা করেছেন।
নেটিজেনরা কেউ লিখেছেন- ‘মেলানিয়ার ধৈর্য হারিয়ে গিয়েছে। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবি তোলাও বন্ধ করে দিয়েছেন।’
আবার ‘কেউ লেখেন- ‘কেউ কি মেলানিয়ার মুখ দেখেছেন? ভাবভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে, বিমান ফ্লোরিডার মাটি ছুঁলেই তিনি চলে যাবেন।’
অর্থাৎ গুঞ্জন সত্যি হলে এবার সংসারও ভাঙতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের।