সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি হলেন সেলিনা আবেদিন
মোশফিকুর রহমান স্বপন
মোশফিকুর রহমান স্বপন (সুনামগঞ্জ থেকে) : সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পরিবেশ প্রকৃতি, জীব বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও বন্য প্রাণী সুরক্ষায় লড়াকু সংগঠন “সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ” সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পদে দায়িত্ব পেলেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদিন।
শুক্রবার (২২ জানুয়ারি) সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জামসেদুল হক জুয়েল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হক হিরণ ২৫ সদস্য বিশিষ্ট “সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ” সুনামগঞ্জ জেলা শাখার এ কমিটি অনুমোদন দিয়েছেন।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক সংগঠন/সংস্থার নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নতুন দায়িত্বপ্রাপ্ত সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিনা আবেদিনকে অভিনন্দন জানান এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।