ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২ আহত ১১০
আন্তর্জাতিক সময় :
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী দুইটি বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১০ জন। রাজধানীর কেন্দ্রস্থল তায়ারান চত্বরে জনবহুল একটি মার্কেটে স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে হামলা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াহইয়া রাসুল আল জাজিরাকে জানান- হামলাকারীদের একজন বোমা বিস্ফোরণের জন্য অসুস্থতার ভান করে মার্কেটের লোকজনকে তার দিকে আকৃষ্ট করেন।
প্রথম বিস্ফোরণে হতাহতদের উদ্বারে লোকজন এগিয়ে গেলে দ্বিতীয় বিস্ফোরণটি হয় বলে জানান রাসুল।
এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে একই মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩৫ জন নিহত হন। আহত হন ৯০ জন।