এমপি রতনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
তাহিরপুর সংবাদদাতা :
সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিরেছে বালিজুরি ইউনিয়ন যুবলীগ। বুধবার (২০ জানুয়ারি) বিকালে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আনোয়ারপুর বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ বাজার পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে ভাটি বাংলার উন্নয়নের রূপকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে অপপ্রচার বন্ধ করনের দাবি জানিয়ে বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সামায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন রিপন।
এসময় আরও বক্তব্য রাখেন- বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিলন কান্তি তাং, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু সামা, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম-আহবায়ক কবিন্দ চন্দ, যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মশিউর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলু মিয়া, সহ-সভাপতি সোহেল আহমদ, কুদরত আলী, চমক, হিরন প্রমুখ।