সিলেট আইসিটি বিজনেস ফোরামের ‘নেক্সাস-২০২১’ এর মোড়ক উন্মোচন
নগর সংবাদদাতা :
সিলেট আইসিটি বিজনেস ফোরাম কর্তৃক প্রকাশিত নেক্সাস-২০২১ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ৮টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
নেক্সাস-২১ এর প্রধান সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএিস) সিলেট জেলা শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন নেক্সাস-২১ এর সম্পাদনা পরিষদের সহ-সম্পাদক মুহাম্মদ বিন আব্দুর রশিদ, আহমদ মাসুদ হায়দার জালালাবাদী, সরদার আমিনুর রহমান স্বপন, তারেক হাসান, শাফী মো. বদরুদ্দোজা ও হাজী সৈয়দ তালিব উদ্দিন, সম্বনয়কারী মো. আসাদ আহমদ স্বপন ও মালেক আহমদ চৌধুরী, সার্বিক সহযোগিতায় দেলোয়ার হোসেন রাজু ও টিপু সুলতান।