নগরীর কুয়ারপাড়ে তীর শিলং জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪
সময় সিলেট ডেস্ক :
সিলেট নগরীর কুয়ারপাড় থেকে শিলং তীর নামক জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে কুয়ারপাড় পয়েন্টস্থ একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার এজেন্টসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালান।
গ্রেপ্তারকৃত চারজন হলেন- কুয়ারপাড় এলাকার বাসিন্দা বাবর উদ্দিন (৩০), রনি আহমদ (২১), জামিল আহমদ (২০) এবং আলমগীর (৪৭)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।