জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে ইয়াতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে নগরীর একটি ইয়াতিম খানায় অনুষ্ঠিত খাবার বিতরণকালে মোনাজাত করা হয়। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং করোনা মহামারি থেকে সুরক্ষা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মোনাজাত পরিচালনা করেন মুফতী রশিদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও মুর্শেদ আহমদ মুকুল, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, স্বনির্ভর সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, সমাজসেবা সম্পাদক আব্দুল কাহির চৌধুরী, সহ-বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার আমিন, সহ-অর্থনৈতিক সম্পাদক সোহেল বাছিত, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশিদ চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, মহানগগর যুবদল নেতা বেলায়েত হোসেন মোহন, জেলা যুবদল নেতা লিটন আহমদ, মহানগর যুবদল নেতা ওসমান গণি, নাসির উদ্দিন রহিম, মতিউর রহমান শিমূল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, ছাত্রদল নেতা জাকারিয়া, শহিদুল হক সোহেল, শাকিল বখত, মাহবুবুল আলম সৌরভ, মোক্তার আহমদ মুক্তার, নাজিম উদ্দিন, রুম্মান আহমদ রাজু, আলী রেজা রাজন, ইফতেখার আহমদ চৌধুরী সানি প্রমুখ।