কুলাউড়ায় পুলিশের সহযোগিতায় অসহায় মাকে ঘর উপহার দিলো ‘বীর হিরো’
সময় সিলেট ডেস্ক :
লক্ষাধিক টাকা ব্যয়ে অসহায় এক বৃদ্ধা মাকে ঘর উপহার দিলো “বীর হিরো” মানবিক টিম নামের একটি সামাজিক সংগঠন। শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ওই বৃদ্ধাকে ঘরটি হস্তান্তর করা হয়।
আনুষ্ঠানিকভাবে ঘরটি উদ্বোধন করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার (এসপি) মো. জেদান আল মুসা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বীর হিরো মানবিক টিমের সদস্যরা।
জানা যায়, মহামারি করোনাভাইরাসের আবির্ভাবের পর থেকেই সিলেট ও মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় মানুষের ধারে ধারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছে বীর হিরো মানবিক টিম।
বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী দেওয়ার সুবাধে দেখা হয় এক মায়ের সাথে। তিন সন্তান নিয়ে খুবই কষ্টে দিন পার করেন কুলাউড়া থানার ৬ নম্বর জয়পাশা এলাকার জরিনা বেগম। বীর হিরো মানবিক টিমের সদস্যদের জানান তার কষ্টের কথা। মাথা গোঁজবার জন্য ঘর নেই বলেও জানান তিনি। সে কথা শুনে দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ জরিনা বেগম মাথা গোঁজবার ঠাঁই করে দেয় বীর হিরো মানবিক টিম।
জরিনা বেগম কষ্টের কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত এসপি জেদান আল মুসা, সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়ায় কর্মরত নায়েক মো.সফি আহমেদ, প্রবাসী নজরুল ইসলাম রিপন, ইঞ্জিনিয়ার হায়দার মোহাম্মদ শিমুল, প্রবাসী সাইমুল ইসলাম, প্রবাসী আনোয়ার মিয়া, প্রবাসী আরিফুল ইসলাম ও খালেদ।
টিনশেড দিয়ে প্রায় লক্ষাধিক টাকা ব্যায়ে দুটি বেড রুম, রান্না ঘর ও একটি বাথরুম তৈরি করে দেওয়া হয়।