হাউসা আলিম মাদরাসা এমপিওভূক্ত করার দাবী
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট সদরের হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদরাসাটি একাডেমিক এমপিও ভুক্ত করার দাবী জানানো হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বরাবরে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
সিলেট সদর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে মন্ত্রীর হাতে এ স্মারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ আজিজ আহমদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক প্রমুখ।