পররাষ্ট্রমন্ত্রীর সাথে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় মন্ত্রীর ধোপাদীঘীর পাড়ের বাসভবনে নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মন্ত্রী আইনজীবী নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন- নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে সিলেটের আইনজীবীরা আরও এগিয়ে যাবেন। আমরা পারিবারিকভাবে একই সুতায় গাঁথা। মন্ত্রী সমিতির সার্বিক কার্যক্রম ও সাম্প্রতিক নির্বাচনের ভ‚য়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন-সিলেটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন, সহ-সভাপতি-১ এ কে এম ফখরুল ইসলাম, সহ-সভাপতি-২ পান্না লাল দাস, সাধারণ সম্পাদক- মাহফুজুর রহমান ও মো. ফজলুল হক সেলিম, যুগ্ম-সম্পাদক-১ মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু), যুগ্ম-সম্পাদক-২ মুমিনুর রহমান (টিটু), সমাজ বিষয়ক সম্পাদক মো. আজিম উদ্দীন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মো. মকসুদ আহমদ, লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), প্রধান নির্বাচন কমিশনার মো. আলিম উদ্দীন, সহকারী নির্বাচন কমিশনার মইনুল হক ও মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-সম্পাদক কবির আহমদ, কাওছার আহমদ ও মোবারক হোসাইন কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওবায়দুর রহমান, জসিম উদ্দিন আহমদ, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), মো. রাজ উদ্দিন, কল্যাণ চৌধুরী। এছাড়াও আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেট এডিশনাল পিপি রণজিৎ সরকার, চৌধুরী আতাউর রহমান আজাদ প্রমুখ।