প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আনোয়ারুজ্জামান চৌধুরী
সময় সিলেট ডেস্ক :
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ৬৬ হাজার ১৮৯টি ঘর বিতরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর বিতরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
শনিবার (২৩ জানুয়ারি) ‘মুজিববর্ষ’ উপলক্ষে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর সরবরাহের প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য এক হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে সরকারি খাস জমিতে ৬৬ হাজার ১৮৯টি বাড়ি নির্মাণ করেছে সরকার। বাড়িগুলোর প্রতিটি ইউনিটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং বারান্দা রয়েছে। বাড়ির পাশাপাশি তাদের বাড়ির জমির মালিকানার দলিলও হস্তান্তর করা হয়েছে।