মদিনা মার্কেটের ডার্নিং বাজাজে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৩
নগর সংবাদদাতা :
সিলেট নগরীর মদিনা মার্কেটের ডার্নিং বাজাজ মোটরসাইকেল সেন্টারে সামনে গাড়ি পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এ শো-রুমে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মওদুদ আহমেদ, সাবেক আপ্যায়ন সম্পাদক সাইদুল হক সাঈদ ও সিলেট মহানগর যুবলীগ নেতা মো. সাইদুল ইসলাম। এসময় যুবলীগ নেতা রানা আহমদ শিপলু ও জুনেল আহমদ আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানান- ছাত্রদলের পিচ্চি কামাল ও সিলেটের জামায়াত নেতা রাজন আহমেদ এর নেতৃত্বে তাদের হামলা করা হয়।
এদিকে ডার্নিং বাজাজের মালিক আব্দুর রাজ্জাক রাজন বলেন- রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক ও দোকানটির কর্মচারীদের মধ্যে বাকবিতন্ডা হয়।
তিনি জানান- ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় ২ কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ইলিয়াছুর রহমান ঘটনাস্থল এসে পরিস্থিতি দেখছেন। তাদের সাথে আলোচনা শেষে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
তিনি জানান- মদিনা মার্কেটের ডার্নিং বাজাজ মোটরসাইকেল সেন্টারে সামনে তিনদিন আগে গাড়ি পার্কিংয়ের ঘটনা নিয়ে এ শো-রুমের মালিকের সঙ্গে পাকিংকারীদের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রোববার শো-রুমে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
তবে বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের মধ্যস্থতায় বৈঠক বসেছে বলে জানিয়েছেন (ওসি) নাজমুল হুদা খান।