সিলেটে সপ্তাহজুড়ে শীত : তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে
স্টাফ রিপোর্টার :
দেশজুড়ে কয়েক দিনে বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। আবহাওয়া অফিসের তথ্য মতে- সর্বত্র চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।
সিলেটে শীত আরও জেঁকে বসবে। এ সপ্তাহজুড়ে কুয়াশা ও শীত থাকবে। গতকাল রোববার (২৪ জানুয়ারি) সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলষিয়াস রের্কড করা হয়েছে। আজ সোমবার সিলেটের তাপমাত্র সর্বনিম্ন ১১ ডিগ্রি তে নামতে পারে। আগামীকাল মঙ্গলবার তা ৯ ডিগ্রিতে নেমে আসবে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের ৫ দিনই তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামতে পারে।
সূত্র মতে- এই ক’দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতে এবং ভোর রাতে তীব্র শীত ও ঘন কুয়াশা থাকতে পারে। ফলে শীত বাড়তে পারে।
এদিকে, পরশু বুধবার মধ্যরাত থেকে পরদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে দেখে বোঝার উপায় নেই সকাল নাকি সন্ধ্যা। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। মাঘের শীতে বিপর্যস্ত জীবন। দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র ঠান্ডায় কাজে বের হতে না পারা খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
কিছুটা উত্তাপ পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল মানুষের। গত কয়েক দিনে প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশু আর বৃদ্ধই বেশি।