ছাতকে পুষ্টি সমন্বয় কমিটি ও কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ প্রকল্পের সভা
ছাতক সংবাদদাতা :
ছাতকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সানি। বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুমন আচার্য্য, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, মাস্টার আওলাদ হোসেন প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সাইফুল ইসলাম, পীর আব্দুল খালিক রাজা, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, সু-সেবা নেটওয়ার্কের রহিমা আক্তার, সীমান্তিক’র নমীতা মালাকার, তথ্য আপা আকলিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভের টেকনিক্যাল অফিসার আব্দুস শুকুর।
বহু খাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পুষ্টির উন্নয়নে বাংলাদেশ একাত্মতা ঘোষণা করে ২০১৫ সালে দেশে জাতীয় পুষ্টি নীতি গ্রহণ করা হয়। পুষ্টি নীতি বাস্তবায়নের জন্য দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা ২০১৬-২০২৫ অনুমোদন করেছে সরকার। ২০১৮ সালের ১২ আগষ্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল জেলা-উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয় । এ আলোকে কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করে।
নিয়মিত সভার আয়োজন, সংশ্লিষ্ট সকল বিভাগ, স্থানীয় সরকার, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির সাথে সমন্বয় সাধনের মাধ্যমে দেশে সর্বপ্রথম সুনামগঞ্জ জেলায় পুষ্টি পরিকল্পনা ২০১৯-২০২০ তৈরি এবং বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরি করে জাতীয় পুষ্টি পরিষদে প্রেরণ করতে কারিগরী সহায়তা প্রদান করে। ছাতকে পুষ্টি পরিকল্পনা ২০২০-২০২১ প্রণয়ন, পুষ্টি প্রোফাইল তৈরি, কোভিড-১৯ পরিস্থিতিতে মোবাইল সার্ভে ও সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে হাত ধোয়ার ফেস্টুন তৈরি, সরকারের বিভিন্ন প্রণোদনা, গরীব গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এডভোকেসি করা, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের অনলাইন কর্মশালার মাধ্যমে পুষ্টি বিষয়ে দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।বক্তব্যে পুষ্টি উন্নতির এ ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।