সিলেটে ‘মীম ড্রিংকিং ওয়াটার’ এ র্যাবের অভিযান : জরিমানা
স্টাফ রিপোর্টার :
সিলেটে সম্পূর্ণ নিয়ম বহির্ভুতভাবে পানি ফিল্ডারিং ও বাজারজাত করছে ‘মীম ড্রিংকিং ওয়াটার’। সুপেয় পানির নামে অস্বাস্থ্যকর পানীয় বিক্রির দায়ে অভিযান চালিয়ে এ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বিভিন্ন অনিয়মের কারণে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে ‘মীম ড্রিংকিং ওয়াটার’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
অভিযানে নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ এ বিষয়ে গণমাধ্যমকে জানান- সিলেট নগরীর শাহজালাল উপশহরের তেররতনে অবস্থিত ‘মীম ড্রিংকিং ওয়াটার’ কোম্পানিতে পানি ফিল্ডারিং ব্যবস্থায় নিয়ম মানা হচ্ছে না। যে কারণে তাদের বাজারজাত করা পানি অস্বাস্থ্যকর।
এছাড়াও ‘মীম ড্রিংকিং ওয়াটার’র পানির জারগুলোতে নেই কোনো মেয়াদ। এসবের জন্য কোম্পানিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।