“ছাত্রলীগের কর্মীরা যেখানেই যাবে, সেখানেই আলো ছড়াবে”
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেছেন- ছাত্রলীগের কর্মীরা যেখানেই যাবে, সেখানেই আলো ছড়াবে। আমাদের হৃদয়ে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে প্রকৃত অর্থে ছাত্রলীগের আদর্শবান কর্মী হতে হবে। পাপ্পু বলেন- আগামী দিনে অলংকারী ইউনিয়ন শাখা ছাত্রলীগকে উপজেলা ছাত্রলীগের দূর্বার-অপরাজেয় ঘাঁটিতে রূপান্তরিত করতে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।
উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্য ৬ ঘটিকায় স্থানীয় পনাউল্লাহ বাজার সংলগ্ন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাহবুব হোসাইন মাছুম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাজন মিয়া, দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম রাফি, উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার আহমদ ফয়সল, অনিক অর্জুন, জীবন আহমদ কাওছার, বিজয় দাস, ইউসুফ আলী, আব্দুল মুক্তদির সবুজ, সুজাদ আহমদ, শেখ সেবুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল গালিব, জামিল আহমদ প্রমুখ।