কেমুসাস’র ৮৪তম সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৪তম বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ২০২০) সন্ধ্যায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন- সাহিত্য সংসদ জ্ঞান চর্চার বাতিঘর। জ্ঞানের চর্চা না করলে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাবো। সমগ্র জাতিকে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ হিসেবে গড়ে তুলতে জ্ঞান চর্চার বিকল্প নেই।
সাহিত্য সংসদের নিজস্ব অডিটোরিয়াম শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সংসদের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
কেমুসাস’ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইয়িদ শাহীন। শোক প্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত। বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী। আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট প্রস্তাবিত ২০২১ এর বাজেট পেশ করেন সংসদের কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান।
সভায় ২০২১ সালের প্রায় ছিয়াশি লাখ টাকার প্রস্তাবিত বাজেট, ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট ও বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, কেমুসাস সহ-সভাপতি আব্দুল হামিদ মানিক, সহ-সভাপতি মুহম্মদ বশিরুদ্দীন, সহ-সভাপতি সেলিম আউয়াল।
সভায় প্রথমবারের মতো প্রবর্তিত কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান করা হয়। লোককবি মকদ্দস আলী উদাসী এবছর এই পদক লাভ করেন।
সভায় বিভিন্ন প্রস্তাব ও বক্তব্য দেন আজীবন সদস্য ডা. আব্দুল জলিল চৌধুরী, অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, আব্দুল মালিক, অ্যাডভোকেট মো. রুহেল, কামাল আহমদ, কাউছার চৌধুরী, মোহাম্মদ আব্দুর রশিদ, সরওয়ার ফারুকী, শামসীর হারুনুর রশীদ, এম আহমদ আলী, হোসনে আরা কলি, রুহুল ফারুক, লোকমান হেকিম, মো. আব্দুল বাসিত বাসন, আব্দুল মুহিত দিদার, এম.এ মালিক চৌধুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, তাসলিমা খানম বীথি, বাছিত ইবনে হাবীব ও কাউছার আহমদ।