নগরীতে নিশ্বাস-দ্য ব্রেথ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠা করা একটি গ্রুপ থেকে গড়ে তোলা নিশ্বাস- দ্য ব্রেথ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের সভাপতি মহি উদ্দিন তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ লাহিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নিশ্বাস দ্য ব্রেথ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জুয়েল আহমেদ মাহি, সহ-সাংগঠনিক সম্পাদক মান্না আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ তানভীর, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ সাদী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নাসির আহমেদ, সহ-ধর্ম সম্পাদক সাইদুর রহমান মুরাদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামাদ আহমেদ স্বপন, ফাউন্ডেশনের উপদেষ্টা এম জামাল উদ্দীন, সদস্য নাজমুল ইসলাম রুহেল, এন টি জেড বুশরা প্রমুখ।