বিশ্বনাথে মৃতদেহ নিয়ে চাউলধনী হাওরে কৃষকদের প্রতিবাদ সভা
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথের চাউলধনীতে হাওরে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে নিহত বৃদ্ধ ছরকুম আলী দয়ালের দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বাদ আছর চাউলধনী হাওরে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে নিহতের লাশ সামনে রেখে চাউলধনী হাওরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে কৃষক দয়াল হত্যার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নেতা মুহিবুর রহমান।
বক্তব্যে তিনি বলেন- নিজস্ব বাহিনী দিয়ে বৃহস্পতিবার চাউলধনী হাওরে কৃষক ছরকুম আলী দয়ালকে হত্যা করেছে জলদস্যু সাইফুল ইসলাম। তাই কৃষক দয়াল হত্যার দায় তাকেই নিতে হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশি ভূমিকাও নিরপেক্ষ রাখতে হবে। হত্যাকান্ডের মূল হোতা সাইফুলসহ এঘটনায় জড়িত সকল হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুসিয়ারীও দেন তিনি।
চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালামে সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আমির আলী।
এসময় বক্তব্য রাখেন আন্দোলন কমিটির যুগ্ম-আহবায়ক হাজী আরিফ উল্লাহ সিতাব, শামসুদ্দিন মেম্বার ও কৃষক মাওলানা ছমির উদ্দিন। এর আগে শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইউনুছ আলী বেলাল।