মাদকের সাথে জড়িত পুলিশকেও ছাড় দেয়া হবে না: শায়েস্তাগঞ্জে ডিআইজি
এস এ রহমান
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে থানা ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহা পরিদর্শক (ডিআইজি ) মফিজ উদ্দিন আহম্মেদ।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্লার সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের পরিচালানায় সভায় বক্তব্য রাখেন- সিলেট ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দল্লাহ সরদার, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক প্রমুখ।
সভায় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন- অপরাধী যে দলেরই হোক, কোন ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও ছাড় দেয়া হবেনা। তিনি বলেন- ইতিমধ্যে পুলিশে ডোপ টেস্ট শুরু হয়েছে। পুলিশ জনগনের সেবক হিসেবে কাজ করবে। রক্ষক হয়ে ভক্ষক হওয়া যাবে না। থানায় এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আইন-শৃঙ্খলা সভা শেষে প্রধান অতিথি নব-নির্মিত শায়েস্তাগঞ্জ থানা ভবন পরিদর্শন করেন।