জেলা পরিষদ সুপার মার্কেট উদ্বোধন করলেন এলজিআরডি ও পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা পরিষদের মালিকানাধীন মেন্দিবাগ ২নং সুপার মার্কেটের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এবং পররাষ্ট্র মন্ত্রণায়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মন্ত্রীদ্বয় এই সুপার মার্কেটের উদ্বোধন করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাঁটলিপিকার এ কে এম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মো. শাহ্ আলম। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সাংবাদিক ছামির মাহমুদ, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নভেল, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, সায়্যীদ আহমদ সুহেদ, মুহিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেড রওশন জেবীন রুবা, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সুষমা সুলতানা রুহী, আলমাস উদ্দীন, লোকন মিয়া, আশিক মিয়া, আব্দুল আউয়াল কয়েস, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সাংবাদিক মুহিব চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, উপ-সহকারী প্রকৌশলী হাসিব আহমদ, সূর্য সেন রায়, প্রধান সহকারী দেলওয়ার হোসেন জোয়ারদার, হিসাব রক্ষক নাজিম উদ্দীন, উচ্চমান সহকারী ধীরেন্দ্র কুমার সিংহ, নির্মান সহকারী নীল রতন দাস, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাধুরী গুণ, আহমদুল হক চৌধুরী বেলাল প্রমুখ।