সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার
নগর সংবাদদাতা :
সিলেট নগরীর কুমারপাড়াস্থ এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য বুকিংদাতার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৭৪ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-২৫০টি Pears সাবান, ২৫০টি DOY সাবান, ২৫০টি Dove ব্র্যান্ডের সাবান, ১৮০০ প্যাকেট Sunfeast Dark Fantasy Choco Fills বিস্কুট ও ৫৭৬টি Safari Caramel Rice Crisps ওয়েফার বিস্কুট।
শুক্রবার (২৯ জানুয়ারি) কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ-সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন।