জিয়ার আদর্শ বাস্তবায়নে কৃষক দল কাজ করে যাচ্ছে: নাসিম হোসাইন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন- জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃষক দল কাজ করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্নতায় স্বনির্ভর দেশ গঠনে শহীদ জিয়ার কার্যক্রমকে লালন করে কৃষক দলকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে বিএনপির সাথে কাধ কাধ মিলিয়ে কৃষক দল নেতাকর্মীদেরকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে জাতীয়তাবাদী কৃষকদলের সিলেটের মহানগর আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ও সিলেট মহানগর কৃষক দল আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শাহ আশরাফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কামাল মিয়া, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর কৃষক দলের সদস্য আহাদুর রহমান মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর কৃষক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এজাজ উদ্দিন, সাজন চৌধুরী, শেখ মো. সুমন, মোফাজ্জল হোসেন পিরু, সালেহ আহমদ গেদা, গিয়াস আহমদ, হাবিবুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, মো. মোশাররফ, হেদায়েত উল্লাহ, আমির হোসেন-১, রফিকুল ইসলাম, ময়নুল হক স্বাধীন, পারভেজ আহমদ, আমির হোসেন-২, সাকিল আহমদ, সুমন আহমদ, বাচ্চু মিয়া, আব্দুজ জব্বর মদই, আহাদুর রহমান মুন্না, রুম্মান আহমদ, মোশাররফ আহমদ, এনাম রহমান, মহসিন রাজা, উকিল আলী, মাহিদুল ইসলাম শাহীন, আব্দুর রহিম, শাহাব উদ্দিন, সেবুল আহমদ, সুমন আহমদ, শামীম আহমদ, সুহেল আহমদ, হৃদয় হাসান খোকন, সুমন আহমদ, আরিফ আহমদ প্রমুখ।