মাধবপুর উপজেলা বিএনপির ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে মাধবপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা করেন।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. পারভেজ চৌধুরীর সভাপতিত্বে যুগ্ন আহব্বায়ক মাহবুবুর রহমান সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, সুনামগঞ্জের সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ মুশফিক আহমেদ, মাধবপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, বুল্লা ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম মামুন, চৌধুরী ফজলে ইমাম সুমন প্রমুখ।
মাধবপুর উপজেলার সকল ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত ‘সুপার ফাইভ’ কমিটির নেতারা হলেন- সভাপতি পদে সামসুল ইসলাম কামাল, জ্যেষ্ঠ সহ-সভাপতি হাজী ওলি উল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা বিএনপির সুপার ফাইভ কমিটিকে কিছুদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেয়া হয়।