শেরে বাংলা পদক পেলেন ডিপ্লোমা কৃষিবিদ এম এ হামিদ
সংবাদ বিজ্ঞপ্তি :
কৃষি উন্নয়নে অসমান্য অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক ‘শেরে বাংলা পদক ২০২১’ লাভ করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ এম এ হামিদ।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ এক মিলনায়তনে অনাড়ম্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে এই পদক তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সিকদার।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, মীরপুর থানা আওয়ামীলীগ সভাপতি এস এম হানিফ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, এডভোকেট ইব্রাহিম খলিল ও সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনকে সম্মাননা পদক দেওয়া হয়।
এর আগেও ডিপ্লোমা কৃষিবিদ এম এ হামিদ কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ মাটি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ মৃত্তিকা ইনষ্টিটিউট কর্তৃক সম্মাননা পদক লাভ করেন। সম্প্রতি তিনি দেশের কৃষি উন্নয়ন নিয়ে পরিকল্পনা ও গবেষণা সংক্রান্ত ‘উন্নয়ন ভাবনা’ নামক একটি স্মারক প্রকাশ করেন।